টিডিএন বাংলা ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই বাইডেনের সাথে কথা বলে অভিনন্দন জানিয়েছেন তিনি। এক ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “অ্যামেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে অভিনন্দন জানিয়েছি। আমরা ভারত-অ্যামেরিকার কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে আরও একবার অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং কোভিড-১৯ প্যানডেমিক, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়েও আলোচনা করেছি।”