HighlightNewsদেশ

দেশে এই প্রথম একদিনে করোনায় সংক্রমিত হলেন ১ লক্ষ ১৬ হাজার মানুষ, সক্রিয় রোগীর সংখ্যা ৮ লাখের ওপর

টিডিএন বাংলা ডেস্ক: দ্বিতীয় করোনার ঢেউয়ে এই প্রথমবার দৈনিক সংক্রমনের হারে রেকর্ড গড়লো করোনা। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হয়েছেন মোট লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট ৬৩০ জন। করোনার এই দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় ওই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪৬৯ জন। শুধু সংক্রমিতের হারেই নয় দৈনিক মৃত্যুর হার এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ২৯৭ জনের। মহারাষ্ট্রের পাশাপাশি কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও দিনের পর দিন বেড়ে চলেছে সংক্রমনের পরিসংখ্যান। মহারাষ্ট্রের পড়ে সব থেকে খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে ছত্তিশগড়ে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৫৩ জনের। দেশের রাজধানী দিল্লিতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯৫ জন। পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশেও রোজ আক্রান্ত হচ্ছেন ৩ থেকে সাড়ে ৩ হাজারের বেশি। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানাতেও দৈনিক আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। তেলঙ্গানা, বিহার, ঝাড়খণ্ডেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Related Articles

Back to top button
error: