HighlightNewsদেশ

মাওবাদী হামলায় নিহত জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট, অসমে দেশদ্রোহ মামলায় গ্রেফতার লেখিকা

টিডিএন বাংলা ডেস্ক: মাওবাদীদের হামলায় নিহত জওয়ানদের নিয়ে নেট মাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় অসমের ডিব্রুগড় এর অল ইন্ডিয়া রেডিও তে কর্মরত লেখিকা শিখা শর্মার বিরুদ্ধে দায়ের করা হয়েছে দেশদ্রোহের মামলা। মঙ্গলবার গোয়াহাটি থেকে শিখাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হবে তাকে।

প্রসঙ্গত মাওবাদী হামলায় নিহত জওয়ানদের “শহীদ” তকমা দেওয়াই আপত্তি তুলে ফেসবুকে শিখা শর্মা লেখেন,”বেতনভুক চাকরিজীবী কেউ কর্তব্যরত অবস্থা মারা গেলেই তাঁকে শহিদ বলা চলে না। তাই যদি হয়, সে ক্ষেত্রে তো বিদ্যুৎ বিভাগে কর্মরত কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে, তাঁকেও শহিদ বলা উচিত। সংবাদমাধ্যমগুলিকে বলি, মানুষের মনে আবেগ তৈরি করবেন না।”

শিখা শর্মা এই পোস্ট প্রকাশ্যে আসতেই এই নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। ধীরে ধীরে এই বিষয়টি নজরে আসে গুয়াহাটির দুই আইনজীবী উমি ডেকা বরুয়া এবং কঙ্কনা গোস্বামীর। এই দুই আইনজীবী শিখা শর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে আত্ম বলিদানকে কলুষিত করার অভিযোগ এনে অসমের দিসপুর থানায় অভিযোগ দায়ের করেন।

Related Articles

Back to top button
error: