HighlightNewsখেলা

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম, ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হার ভারতের

টিডিএন বাংলা ডেস্ক: প্রথমে ব্যাট করে ভারতের তোলা ৯ উইকেটে ১৬৫ রানের জবাবে ৮ উইকেট জয় ছিনিয়ে নেয় উইন্ডিজ। মোদ্দা কথা, দাপটের সঙ্গেই হার্দিক পান্ডিয়াদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ মাসের মধ্যে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। আর ইতিহাসে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচেই হারতে হল টিম ইন্ডিয়াকে। ভারতের তরুণ ব্রিগেড তবে এখনও তৈরি নয়! অন্তত ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্বল দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ফলাফলই তার প্রমাণ। আমেরিকা থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হেরে ফিরতে হচ্ছে হার্দিক পান্ডিয়াদের। অন্তত ১৭ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।

 

প্রথমে ব্যাট করে ভারতের তোলা ৯ উইকেটে ১৬৫ রানের জবাবে ৮ উইকেট জয় ছিনিয়ে নেয় উইন্ডিজ। তাও ১২ বল বাকি থাকতে। মোদ্দা কথা, দাপটের সঙ্গেই হার্দিক পান্ডিয়াদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত ১৭ বছরের ইতিহাসে কোনও আন্তর্জাতিক সিরিজ হারেনি। এবার সেই লজ্জাই ফিরিয়ে আনলেন হার্দিক পান্ডিয়ারা। পাশাপাশি ২৫ মাসের মধ্যে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। আর ইতিহাসে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচেই হারতে হল টিম ইন্ডিয়াকে।

পরের বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলতে নেমেছিল ভারত। কিন্তু সিরিজের ফলাফল বোঝাল, এখনও অনেকটা পথ হাঁটা বাকি। ওয়েস্ট ইন্ডিজ বাকি ফরম্যাটগুলিতে টেক্কা দিতে না পারলেও টি-টোয়েন্টিতে এখনও যে কোনও দলের বিরুদ্ধে লড়াই দেওয়ার ক্ষমতা রাখে। দেশের সেরা ব্যাটাররাই ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। তাঁরাই জেতালেন সিরিজ। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ব্যর্থ ভারত।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। তবে শনিবারের বিধ্বংসী ওপেনিং জুটি রবিবার ১৭ রানের মধ্যেই ফিরে যায় প্যাভিলিয়নে। প্রথম ওভারেই আউট হন যশস্বী জয়সওয়াল (৫)। দ্বিতীয় বলে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু চতুর্থ বলে আকিল হোসেনকে মারতে গিয়ে তাঁর হাতে ক্যাচ তুলে দেন তিনি। শুভমন গিলের (৯) আউট নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে।

একমাত্র প্রতিরোধ গড়তে লড়াই করেন সূর্যকুমার যাদব। তাঁকে কিছুটা সঙ্গত দেন তিলক বর্মা। দুই ব্যাটারের দাপটে ভারত কিছুটা ভরসা পেয়েছিল। সূর্যের থেকে বেশি মারমুখী ছিলেন তিলকই। কিন্তু তিনি ১৮ বলে ২৭ করে সাজঘরে ফেরেন। তিনে নেমে সূর্য ৪৫ বলে ৬১ রান করেছিলেন। এর বাইরে কেউ ১৫ রানও করতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। উইন্ডিজের হয়ে চার উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন এবং জেসন হোল্ডার।

বল হাতে অবশ্য শুরুটা খারাপ হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই মারমুখী কাইল মেয়ার্সকে (১০) ফেরান আর্শদীপ সিং। কিন্তু দ্বিতীয় উইকেটে চালিয়ে খেলতে থাকেন ব্রেন্ডন কিং এবং নিকোলাস পুরান। ওখানেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় ভারতের। কুলদীপ যাদব রানের গতি কিছুটা থামান। তাঁকে খেলতে গিয়ে সমস্যা পড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা।

লক্ষ্যমাত্রার যখন আর ৫১ রান বাকি, তখনই বৃষ্টি এসে বন্ধ করে খেলা। বৃষ্টির গতিবেগ ছিল না। কিন্তু মাঠের প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল বলে খেলা শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলা শুরু হতেই চমকে দেন হার্দিক। বল করতে আনেন তিলক বর্মাকে। আর বল করতে এসেই এ দিন প্রথম বলেই প্রায় আউট করে ফেলেছিলেন পুরানকে। অল্পের জন্যে সে যাত্রায় বেঁচে গেলেও, পরের বলে ফিরে যান পুরান। রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। বল ব্যাটে লাগায় ডিআরএসে এলবিডব্লিউ হয়নি। কিন্তু লেগ স্লিপে দাঁড়ানো হার্দিক ক্যাচ নেওয়ায় আউট হন পুরান।

পরের দিকে আরও একটি উইকেট পেতে পারতেন। নিজের বোলিংয়ে কিংয়ের সহজ ক্যাচ ফেলে দেন তিলক। শেষ দিকে আরও একটি চমক দেন হার্দিক। বল করান যশস্বীকে দিয়েও। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের পকেটে চলে গিয়েছিল ম্যাচ। ব্রেন্ডন কিং ৫৫ বলে ৮৫ করে অপরাজিত থাকেন। ৩৫ বলে ৪৭ করেন পুরান। ১৩ বলে ২২ করে অপরাজিত থাকেন শাই হোপ। তিনি ছক্কা মেরে দলকে ম্যাচ জেতান। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ এবং তিলক। সূত্র- হিন্দুস্তান টাইমস বাংলা

Related Articles

Back to top button
error: