আন্তর্জাতিক

লিবিয়ায় অপহৃত সাত ভারতীয়, উদ্ধারে তৎপরতা বিদেশ মন্ত্রকের

টিডিএন বাংলা ডেস্ক: লিবিয়ায় অপহৃত সাত ভারতীয়। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেসমস্ত ভারতীয়দের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গেও কথা বলছেন বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর লিবিয়ায় সাত ভারতীয়কে অপহরণ করা হয়েছে। অপহৃতরা অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের বাসিন্দা। লিবিয়ার অ্যাসওয়ারিফ নামে এক জায়গা থেকে তাঁদের অপহরণ করা হয়েছে। কর্মসূত্রে বিগত কয়েক বছর ধরে তাঁরা লিবিয়ায় রয়েছেন। সেখানকার নির্মাণ শিল্প ও তৈল সংস্থায় কাজ করেন। ঘটনার দিন ভারতে ফেরার বিমান ধরতে ত্রিপোলি বিমানবন্দরের দিকে রওনা হয়েছিলেন। মাঝরাস্তায় এই সাত জনকে অপহরণ করা হয়। যদিও অপহৃতরা সুরক্ষিত রয়েছেন বলেই লিবিয়া সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

Related Articles

Back to top button
error: