দেশ

রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে পালিত হবে রাষ্ট্রীয় শোক; আজ অর্ধেক ঝুঁকে থাকবে জাতীয় পতাকা

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় রাজনীতির এক অভিজ্ঞ নেতা তথা লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় খাদ্যবন্টন ও উপভক্ত বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসয়ান বৃহষ্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বিগত কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। তাঁর প্রয়াণের কথা জানিয়ে টুইট করেন পুত্র চিরাগ পাসোয়ান। এই খবর প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সহ অনেক রাজনেতারা শোক জ্ঞাপন করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসয়ানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোকদিবস ঘোষণা করা হয়েছে। আজ অর্ধেক ঝুঁকে থাকবে জাতীয় পতাকা। বৃহষ্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে রামবিলাস পাসোয়ানের সম্মানে দিল্লি সহ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীতে জাতীয় পতাকা অর্ধেক ঝুঁকে থাকবে। কেন্দ্রীয় মন্ত্রীর অন্তিম সৎকার সম্পূর্ণ রাজকীয় সম্মানে করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে,”দিল্লি এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানীতে যেখানে সবসময় তিরঙ্গা উত্তোলিত থাকে, সেখানে ৯ অক্টোবর এবং অন্তিম সৎকারের দিন, যেখানে অনেক অন্তিম বিদায় জানানো হবে রাষ্ট্রীয় পতাকা(তিরঙ্গা) অর্ধেক ঝুঁকে থাকবে।”

সম্প্রতি হার্ট সার্জারি হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের। এরপর গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালের তরফ থেকে জারি করা বুলেটিন অনুসারে, বুধবার থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের। এরপর বৃহষ্পতিবার সন্ধ্যে ৬:০৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Related Articles

Back to top button
error: