দেশ

বাবার মুখে হাসি ফোটাতে দোকানে উপচে পড়ল ভিড়; টুইটারে নতুন ট্রেন্ড হ্যাশট্যাগ বাবা কা ধাবা

দেবিকা মজুমদার, টিডিএন বাংলা: করোনা পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিদিন শোনা যাচ্ছে বেরোজগারির যন্ত্রনা। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এমনই এক ক্ষুদ্র ব্যবসায়ী দিল্লির মালব্য নগরের হনুমান মন্দির এর বিপরীতে একটি ছোট ফুড স্টলের মালিক ৮০ বছরের এক বৃদ্ধ। দিল্লির এক বাসিন্দা ইউটিউবার গৌরব ওয়াসান “বাবা কা ধাবা” নামে ওই ফুড স্টলে মালিকের একটি ভিডিও তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে কথা বলতে বলতে কি ভেঙে ফেলছেন বৃদ্ধ ওই ফুড স্টল এর মালিক।

মটর পনিরের তরকারি, পরোটা, ভাত, ডাল সহ আরো বিভিন্ন জিনিস প্রতিদিন রান্না করে তৈরি করা থাকলেও বিক্রি হচ্ছে না তাঁর দোকানে। আয় এতই কম যে অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর মতন ক্ষমতাটুকুও তার নেই। নিজের রোজগারের কথা বলতে গিয়ে কয়েকটি দশ টাকার নোট সামনে মেলে ধরে কাঁদতে শুরু করেন বৃদ্ধ। ওইটুকুই তাঁর আয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

প্রায় সাত লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ভিডিও। একে একে এগিয়ে এসেছেন সবাই। তারকা থেকে সাধারন মানুষ সবার একটাই আবেদন সোশ্যাল মিডিয়ায় যারা ওই দোকানের চারপাশ দিয়ে যাচ্ছেন তারা যেন একবার কিছু-না-কিছু কিনে খান “বাবা কা ধাবা” থেকে। এরপরই রীতিমত ভিড় জমে যায় বৃদ্ধের দোকানে। চোখের কান্নার জল মিলিয়ে গিয়ে মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি।

https://twitter.com/NikiDhyani9/status/1314166925576945664?s=20

সাধারণ মানুষ তো বটেই এই বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে এসেছেন রাজনৈতিক নেতারাও। বৃদ্ধের দোকানে আর্থিক সাহায্যের হাত এগিয়ে দিলেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা।

শুধুমাত্র দোকানে গিয়ে নয়, নেট দুনিয়ার নাগরিকরা অনলাইন পেমেন্ট এর মাধ্যমেও বাবার হাতে তুলে দিচ্ছেন আর্থিক সাহায্য।

Related Articles

Back to top button
error: