কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ সিবিআই

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলো সিবিআই। পাশাপাশি সুপ্রিমকোর্ট অবমাননার আরও একটি মামলার শুনানির আর্জিও জানিয়েছে সিবিআই। ছুটির পর সুপ্রিম কোর্ট খোলার পরেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলেই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে আদালতের নির্দেশে জামিনে রয়েছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।