বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মন্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার কান্ড হেস্টিংসে

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মন্ডলের
গাড়ি ঘিরে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কান্ড হেস্টিংসে। শনিবার কলকাতার হেস্টিংসে সদ্য বিজেপিতে যোগদানকারী নতুন নেতাদের নিয়ে বিজেপি অফিসে বৈঠক ডাকা হয়। আর সেখানেই কার্যত ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। সাংসদ সুনীল মণ্ডল হেস্টিংসে পৌঁছাতেই তার গাড়ি আটকান তৃণমূল কর্মী সমর্থকরা৷ রাস্তায় শুয়ে পড়ে সাংসদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়৷ পাল্টা এগিয়ে আসেন বিজেপি কর্মীরা৷ শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।