টিডিএন বাংলা ডেস্ক: হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সূত্রের খবর অনুযায়ী, এদিন তার শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পেলে প্রাথমিক পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দুপুর দেড়টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত ফ্লু ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা সত্তরের আশাপাশে যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। একই সাথে চেস্ট এক্স-রেও করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।