প্রাচীর কান্ডের তদারকি করতে বিশ্বভারতী এলেন হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের প্রতিনিধিদল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীর কান্ডের তদারকি করতে রবিবার বিশ্বভারতীতে এসে পৌছলেন উচ্চ আদালত নিযুক্ত চার সদস্যের প্রতিনিধিদল। কলকাতা হাইকোর্টের দ্বারা গঠিত চার সদস্য কমিটির চেয়ারম্যান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর ও রাজ্যের এডভোকেট রুহুল কিশোর দত্ত। এদিন তারা প্রথমে বিশ্বভারতীর মেলার মাঠের যে গেট টি ১৭ই আগস্ট ভেঙে দেওয়া হয়েছিল সেই স্থান পরিদর্শন করেন এবং তার সাথে সম্পূর্ন মেলার মাঠ পরিদর্শন করার পর বিশ্বভারতীর উপাচার্যের দপ্তরে এই মুহূর্তে তারা বৈঠক শুরু করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার ডিএম মৌমিতা গোদরা এবং জেলা পুলিশ সুপার শ্যাম সিং এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । দেড় ঘন্টা ধরে এই বৈঠক চলে । বৈঠক শেষে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বিশ্বভারতী একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুন্ন রেখে আগামীতেশান্তিনিকেতন তথা বিশ্বভারতী তে যে সমস্ত সমস্যার সৃষ্টি হবে তার তথ্য আদান-প্রদানের মাধ্যমে একযোগে সমাধানের চেষ্টা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন ।