বিরোধীদের হট্টগোলের মধ্যেই লোকসভায় কৃষি বিল পেশ

টিডিএন বাংলা ডেস্ক: বিরোধীদের তুমুল হই হট্টগোলের মধ্যেই লোকসভায় পেশ হয়ে গেলো কৃষি বিল। রবিবার বিল পেশ করে কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বলেন, কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না। যদিও বিলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পোষন করে বিরোধীতায় নেমেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল।