রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব সহ চার মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ চার মন্ত্রী। দলবদলের হিড়িকের মাঝেই চার মন্ত্রীর অনুপস্থিতি যথেষ্টই চর্চার কারন হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেবও অনুপস্থিত ছিলেন। যদিও এপ্রসঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অনুপস্থিত মন্ত্রীরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। রাজীব মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত কাজ রয়েছে।”