রাজ্য

বিনামূল্যে টিকা দিতে হবে, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতা সরকার

টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই অবস্থায় মানুষ চাইছে বিনামূল্যে টিকা। তাই
অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশে টিকাকরণের জন্য একটি মাত্র নীতি নিয়েই এগোনো উচিত। প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে টিকা দিতে হবে, এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল রাজ্য সরকার।

বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন দুই টিকা প্রস্তুতকারক সংস্থা প্রতিষেধকের দাম ঘোষণা করেছিল। যা নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়। বিরোধীদের চাপে তারা টিকার দাম কমাতে বাধ্য হলেও বিতর্ক থামেনি। এ দিন সেই বিতর্ক উস্কে দিয়েই শীর্ষ আদালতে তৃণমূল কংগ্রেস সরকারের দাবি, টিকা সংক্রান্ত নীতি বদলাতে হবে কেন্দ্রকে। রাজ্য এবং বেসরকারি হাসপাতালকে কেন ভিন্ন দামে টিকা বেচা হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

মমতা সরকারের বক্তব্য, ‘দেশে টিকার জোগান বাড়াতে কেন্দ্রকে শীঘ্র পদক্ষেপ করতে হবে। শুধু তাই নয়, সব রাজ্যে বিনামূল্যে টিকা পৌঁছে দিতে হবে’।

আমাদের সমস্ত খবর আপনার মোবাইলে পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে গ্রুপে
লিঙ্ক-
https://chat.whatsapp.com/BrSWcr9WSTpEz2WlCVkpBu

Related Articles

Back to top button
error: