ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হজরত মহম্মদের কার্টুন বিতর্ক প্রসঙ্গে মন্তব্যের বিরোধিতায় এবার ফরাসি পণ্য বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়
টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি অবাধ বাক স্বাধীনতার ওপর ক্লাস করানোর সময় মহম্মদ স. নিয়ে একটি কার্টুনচিত্র দেখান স্যামুয়েল পেটি নামে শিক্ষক। এর প্রতিবাদে ওই শিক্ষককে আব্দুল্লাহ আনজোরোভ নামে এক ব্যক্তি গত ১৬ই অক্টোবর প্যারিসের এক শহরতলির স্কুলের বাইরে গলা কেটে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার নিন্দা করে পাল্টা কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আইন প্রণয়নের নিদান দেন। পাশাপাশি ব্যঙ্গ চিত্রের পক্ষেই সম্মতি দেন। এদিকে এ ধরনের চিত্রণ বা অংকন ইসলামে নিষিদ্ধ হওয়ায় ফরাসি প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মুসলিম ভাবাবেগে আঘাত করেছে। যার ফলশ্রুতি হিসেবে গোটা বিশ্ব জুড়ে মুসলিম সমাজের মানুষেরা ফরাসি বস্তু বয়কটের ডাক দিয়েছেন। এমনকি, কট্টর ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের সরকারের কঠোর অবস্থান নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান ফরাসী পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন।
কুয়েত, জর্ডন, বাংলাদেশ সহ একাধিক জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা। একের পর এক হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট লিখে টুইট করে চলেছেন একাধিক মানুষ। তাদের একটাই বক্তব্য, বাক স্বাধীনতার অধিকার থাকা মানে এটা নয় যে, হযরত মহম্মদের ছবির ব্যঙ্গাত্মক চিত্রায়ন বা অপমান করার অধিকার রয়েছে। এই বার্তাই স্পষ্ট করে বুঝিয়ে দিতে চেয়েছেন নেটিজেনরা। আবার কেউ অভিযোগ করেছেন ফরাসি সরকার মানুষের মনে “ইসলামোফোবিয়া” অর্থাৎ ইসলামের প্রতি ভীতি ঢুকিয়ে দিতে চাইছেন।