দেশ

ফরিদাবাদে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা কলেজ পড়ুয়াকে; গ্রেপ্তার দুই

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদের বল্লভপুরে প্রকাশ্য দিবালোকে ২১ বছর বয়সি নিকিতা তোমার নামে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে গুলি করে খুন করল তৌসিফ নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিকিতা তোমার কমার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। সোমবার তার পরীক্ষা শেষ হওয়ার পর তার কলেজের বাইরে হঠাৎ করে তার ওপর আক্রমণ করে তৌসিফ নামে ওই ব্যক্তি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তৌসিফ এবং তার বন্ধু রেহান কলেজের বাইরে একটি গাড়িতে অপেক্ষা করছিল। নিকিতা এবং তার বান্ধবী ওই গাড়ির কাছে আসতেই তৌসিফ নিকিতাকে অপহরণ করার প্রচেষ্টা করে। অপহরণের প্রচেষ্টায় বাধা দিলে বন্দুক দেখিয়ে প্রথমে ভয় দেখানোর চেষ্টা করে তৌসিফ। তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে গুলি করে হত্যা করে নিকিতাকে। এরপর তৌসিফ এবং রেহান দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তৌসিফ এবং রেহানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একবার ২০১৮ সালে নিকিতা কে অপহরণ করে তৌসিফ।সেসময় নিকিতার বাবা প্রথমে তৌসিফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পরে নিজেদের মেয়ের নাম বাঁচাতে সেই অভিযোগ প্রত্যাহার করেন। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই স্পেশল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে হরিয়ানা পুলিশ।

সংবাদমাধ্যমের কাছে নিকিতার বাবা জানিয়েছেন, অনেকদিন ধরেই বিয়ে করার জন্য জোরাজোরি করছিল তৌসিফ। সোমবার নিকিতার পরীক্ষা হয়ে যাওয়ার পর অন্যান্য দিনের মতো সেদিনও নিকিতা তাঁর ভাইকে ফোন করে জানায় যে তার পরীক্ষা হয়ে গেছে এবং তাকে যেন তাঁর ভাই কলেজে নিতে আসে। নিকিতার ফোন পেয়ে তার ভাই ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটে যায় এই ঘটনা। নিকিতার মা চান, তাঁর মেয়ের অপরাধীকে ঠিক সেভাবেই গুলি করে মারা হোক যেভাবে তাঁর মেয়েকে গুলি করে মারা হয়েছে।

Related Articles

Back to top button
error: