রাজ্য
রাতে ইলেকট্রিক খুঁটিতে বাইকের ধাক্কা, রঘুনাথগঞ্জে মৃত ১, জখম আরো দুই
টিডিএন বাংলা ডেস্ক: মদ্যপ অবস্থায় ইলেকট্রিক খুঁটিতে বাইকের ধাক্কা। ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। জখম হয়েছেন আরো একজন। পুলিস জানিয়েছে, মৃত ওই যুবকের নাম কিয়ামত শেখ(২২)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েত গোপালনগরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।