এবার ফরাসী পণ্য বয়কটের ডাক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

টিডিএন বাংলা ডেস্ক: বিশ্বনবী হজরত মোহাম্মদ স. এর অবমাননা ইস্যুতে এবার ফরাসী পণ্য বয়কটের ডাক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাজধানী আঙ্কারায় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ” এখন কোন পণ্য কখনোই কিনবেন না, যেটির লেবেলে ফ্রান্সকে কৃতিত্ব দেয়ার উল্লেখ আছে।” পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে ইহুদিদের প্র্রতি যে আচরণ করা হতো এখন তা মুসলিমদের ওপর চর্চা চলছে বলেও মন্তব্য করেন এরদোগান। উল্লেখ্য, সম্প্রতি কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি।