টিডিএন বাংলা ডেস্ক: অনাস্থা প্রস্তাব থেকে বেঁচে গেলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে টেঁকেনি। সংসদে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন মাত্র ১৪৬ জন সাংসদ। অনাস্থা প্রস্তাব পাস করতে প্রয়োজন ছিল ২৮৯টি ভোট। ফ্রান্স আনবয়েড (এলএফআই) পার্টি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের বিরুদ্ধে ওই প্রস্তাব এনেছিল। এলএফআই পার্টি একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব করে।