টিডিএন বাংলা ডেস্ক: বুধবার রাতে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের (পুরানো নাম ঔরঙ্গাবাদ) কিরাদপুরা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। একে অপরের দিকে পাথর ছুঁড়ে চলে আক্রমণ। মন্দিরের বাইরে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে উত্তেজিত জনতা পাথর ছুঁড়ে পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় দুই পুলিশ সদস্য সহ পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাত সাড়ে এগারোটায় সহিংসতা শুরু হয় এবং সাড়ে তিনটে পর্যন্ত চলে।
এদিকে, ছত্রপতি সম্ভাজিনগরের সংসদ সদস্য ইমতিয়াজ জলিল সংবাদ সম্মেলনে বলেন, মদ্যপদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারাই পাথর ছুঁড়েছে। রাম মন্দিরের কোনো ক্ষতি হয়নি। মন্দিরে কেউ যায়নি। তাই নাগরিকদের গুজবে বিশ্বাস করা উচিত নয়।
এই ঘটনা প্রসঙ্গে, ছত্রপতি সম্ভাজিনগরের পুলিশ কমিশনার নিখিল গুপ্তা জানিয়েছেন, রাতে কিরাদপুরায় উত্তেজনা সৃষ্টির চেষ্টাকারী দাঙ্গাকারীদের ধরতে পুলিশ ৮ থেকে ১০টি দল গঠন করেছে। এলাকায় সাড়ে টিম হাজরেরও বেশি জওয়ানকে মোতায়েন করা হয়েছে। কিছু এলাকায় মিছিলও হয়েছে। গুজবে কান না দেওয়ার জন্যও জনগণকে অনুরোধ করা হয়েছে।