HighlightNewsরাজ্য

আজ সকালেও চলছে গঙ্গা ভাঙন, ঠিকানাহীন পরিবারের কান্নায় শোকস্তব্ধ এলাকা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: গতকাল রবিবার রাতের ভয়াবহ গঙ্গা ভাঙনে পর আজ সকালেও চলছে সেই গঙ্গা ভাঙন প্রক্রিয়া। অন্যদিকে ভিটড়েমাটি সব কিছু গঙ্গা বক্ষে তলিয়ে যাওয়া ঠিকানাহীন পরিবারগুলির কান্নায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কামালপুর গ্রামে। এই সামশেরগঞ্জ এলাকা হল বরাবরই ভাঙন কবলিত এলাকা। কাল থেকে শুরু হওয়া এই ভাঙনে কমপক্ষে ১৩-১৪ টি বাড়ি গঙ্গা বক্ষে তলিয়ে গিয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের।

এই এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের গাফিলতির কারণেই এই ভয়াবহ গঙ্গা ভাঙনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে। ভাঙন বন্ধ করতে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তারা আরও অভিযোগ তুলেছেন ভাঙনের পরেও প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। হঠাৎ ভাঙনের ফলে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকশো বাসিন্দা। কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কামালপুর গ্রামে।

Related Articles

Back to top button
error: