আজমির দরগার সামনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া গওহর চিশতীকে ২২ দিনের পুলিশ হেফাজত

টিডিএন বাংলা ডেস্ক: রাজস্থানের আজমির দরগার বাইরে আমজনতার সামনে উস্কানিমূলক বক্তৃতা এবং স্লোগান দেওয়ার জন্য গ্রেপ্তার গওহর চিশতিকে পুলিশ এদিন আদালতে হাজির করে। এই মামলায় চিশতীকে ২২ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ, ১৭ জুন আজমিরের দরগায় একটি মিছিল চলাকালীন বিতর্কিত ভাষণ দেওয়া হয়। এই ঘটনায় এফআইআর দায়ের করে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, প্রধান অভিযুক্ত গওহর চিশতি এতদিন পলাতক ছিল। শুক্রবার চিশতিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।