টিডিএন বাংলা ডেস্ক: আজ বিহার বিধানসভা নির্বাচনের শেষ প্রচারের দিন। এই পরিস্থিতিতে একদিকে যখন বিহারের মানুষের কাছে পুনরায় নীতিশ কুমারের সরকার গঠনের জন্য আবেদন জানিয়ে চিঠি লিখছেন নরেন্দ্র মোদি তেমনি আরেকটিকে কবিতার ভাষায় বিহারের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন রাহুল গান্ধী। একটি টুইট করে রীতিমতো ছন্দ মিলিয়ে কবিতার আকারে বিহারের মানুষকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মহাজোটে কংগ্রেসের স্টার প্রচারক তথা সাংসদ রাহুল গান্ধী। তিনি লিখেছেন,”তৈরি হয়ে যাও/এবার মহাজোটের সরকার/আপনাদের দেবে রোজগার/কৃষকদের বকেয়া মাফ/বিদ্যুতের বিল হাফ/মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং ইনসাফ/সমস্ত বর্গের উন্নতির বাধা সাফ/উদ্যোগ ব্যবসা তৈরি করব/নতুন বিহার গড়ে তুলবো।”