দীপাবলি-কালীপুজোয় বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: দীপাবলি-কালিপুজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে এদিন হাইকোর্ট জানিয়েছে, এ বছর কালীপুজো, দীপাবলি, ছটপূজোয় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বাজি কেন বেছার ওপরেও জারি থাকবে নিষেধাজ্ঞা। এই বিষয়টি নিশ্চিত করতে আদালত পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি দুর্গাপুজোর মত কালীপুজোতেও পুজো মণ্ডপে ন এন্টি জোন রাখার নির্দেশ দিয়েছে আদালত। ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার এবং বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব পর্যন্ত থাকবে নো এন্ট্রি জোন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ১৫০ বর্গমিটারের কম আয়তনের মণ্ডপের ক্ষেত্রে একসাথে সর্বাধিক ১০ জন প্রবেশ করতে পারবেন এবং ১৫০-৩০০ বর্গমিটারের মণ্ডপে ১৫ জন, ৩০০ বর্গমিটারের বেশি আয়তনের মণ্ডপের ক্ষেত্রে একসঙ্গে সর্বাধিক ৪৫ জন প্রবেশ করতে পারবেন।