নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: একুশে বিজেপি বাংলায় সরকার গড়বে, অমিত শাহর এই মন্তব্যের প্রেক্ষিতে টিপ্পনী কেটে বোলপুরে মিছিল সেরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, দুঃসময়ে কালিঘাটে, দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছেন অমিত শাহ।একুশের নির্বাচনে বাংলা ২৪৫ আসনে ২৩০ আসন পাবে তৃণমূল কংগ্রেস। আজকে বোলপুর মহকুমায় সাতটি বিধানসভায় মিছিল করে মানুষ বুঝিয়ে দিল বিজেপি গোটা দেশে অন্ধকার নামিয়ে এনেছে। আগামীকাল সিউড়ি মহকুমায় মিছিল হবে। বিজেপি শুধু মিথ্যাচার করেছে। আর মমতা ৬৪টি প্রকল্প চালু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাটিতে দাঁড়িয়ে আছেন। বাংলা তার ঘর। গুজরাট থেকে আসা মানুষকে বাংলার মানুষ মেনে নেবে? বাংলার মানুষ কী বোকা? বাংলার মানুষ কী চলতে পারে না? বাংলার মানুষ কী হাঁটতে পারে না? আর এই একুশের নির্বাচন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের নয়।