Highlightদেশ

করোনাকালেও সুখবর! ভারত-ব্রিটেনের রুটের ফ্লাইট সংখ্যা দ্বিগুণ হচ্ছে

টিডিএন বাংলা ডেস্ক : ভারত-ব্রিটেন যাত্রীদের জন্য এল সুখবর। ১৬ আগস্ট থেকে এই রুটে বাড়তে চলেছে বিমান সংখ্যা। আগে এই রুটে চলত ৩০টি বিমান। এখন এই রুটে ৬০টি বিমান চলাচল করবে। এমনই খবর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে।

বেশ কয়েকদিন ধরে লন্ডন-দিল্লি রুটে আকাশছোঁয়া বিমান ভাড়া নিয়ে সমালোচনা শুরু হয়। ইকোনমি ক্লাসে ভাড়া ১ লাখ ২১ হাজার থেকে ৪৭ হাজার। মেটাসার্চ-এ তাই দেখাচ্ছে তিন লাখ টাকারও বেশি। শনিবার টিকিটের দাম টুইট করে হইচই ফেলে দেন আইএএস অফিসার সঞ্জীব গুপ্ত। বিমান সংস্থা ভিস্তারা জানিয়েছে, বিমানের ভাড়ার বিষয়টি চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। করোনা পরিস্থিতির জন্য এখন সপ্তাহে ১৫টি বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আগামিদিনে সেই সংখ্যা আরও বাড়ানো হলে ভাড়া কমবে।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, ১৬ তারিখ থেকে এবার সপ্তাহে ৩০টি করে বিমান চলতে পারবে। ভারতের কোটাতে ২৬টি বিমান চালাবে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বাকি চারটে চালাবে ভিস্তারা। মোট ৬০টি বিমান চলবে দুই দেশের মধ্যে।

Related Articles

Back to top button
error: