অসমে সরকারি মাদ্রাসা এবং সংস্কৃত স্কুল বন্ধ করা হবে, বিধানসভায় পেশ করা হল বিল

Pic Courtesy: Hemant Biswa Sharma

টিডিএন বাংলা ডেস্ক: অসমে বিজেপির সর্বানন্দ সোনোয়ালের সরকার রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসা এবং সংস্কৃত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতির কারণে তিন দিনের অসম বিধানসভা শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই এই সংক্রান্ত বিল পেশ করেছে সরকার। মন্ত্রী মন্ডলের বৈঠকে এই বিলকে আগেই সহমতি জানানো হয়েছে। এবার বিধানসভায় এই বিল পাস করানোর জন্য দৃঢ়চেতা অসমের বিজেপি সরকারের মন্তব্য, কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলি তাদের এই সিদ্ধান্তের বিরোধীতা করবে কিন্তু আমরা ঠিক করেছি যে এই বিল অবশ্যই পাস করাবো।

এদিন বিধানসভায় বিল পেশ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন,”সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে এবং ভবিষ্যতে সরকারের অধীনে কোন মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হবে না। আজ শিক্ষাক্ষেত্রে সত্তিকারের একটি ধর্মনিরপেক্ষ বিল আনতে পেরে আমরা খুবই খুশি।”