টিডিএন বাংলা ডেস্ক: দিল্লী সফর সেরে মাসখানেকের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার এক ট্যুইট করে নিজের উত্তরবঙ্গ পাড়ি দেওয়ার কথা জানান তিনি। চলতি সফরে সাধারণ মানুষ এবং প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপন করবেন বলেই জানিয়েছেন রাজ্যপাল। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যপাল। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন তিনি।