HighlightNewsদেশ

১১৯ আসনে জয়ী মহাজোট! প্রথমে অভিনন্দন জানালেও এখন জয়ের সার্টিফিকেট দিচ্ছেননা রিটার্নিং অফিসাররা; অভিযোগ আরজেডির

টিডিএন বাংলা ডেস্ক: এখনো পর্যন্ত বিহারের ভোট গণনার প্রবণতা অনুযায়ী আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে ১১৩ আসনে এগিয়ে রয়েছে বিরোধী মহাজোট। অপরদিকে, এনডিএ এগিয়ে রয়েছে ১২৩টি আসনে। এই পরিস্থিতিতে ১১৯টি আসনে মহাজোটের প্রার্থীদের জয়ী হওয়ার দাবি করে রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে জয়ের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ তুলল রাষ্ট্রীয় জনতা দল। একটি টুইট বার্তায় তাঁরা লিখেছেন জানিয়েছেন,”এই ১১৯ আসনে গণনা সম্পূর্ণ হওয়ার পর মহাজোটের প্রার্থীরা জিতে গিয়েছেন। রিটার্নিং অফিসার তাঁদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এখন জয়ের সার্টিফিকেট দিচ্ছেন না। বলছেন, আপনারা হেরে গিয়েছেন। ইসিআই-এর ওয়েসবাইটেও তাঁদের জয়ী বলে দেখানো হয়েছে। গণতন্ত্রের এমন লুঠ চলবে না।”

শুধু তাই নয়, নীতীশ কুমারের বিরুদ্ধে রিটার্নিং অফিসারদের প্রভাবিত করার অভিযোগও করা হয়েছে আরজেডির পক্ষ থেকে। অপর একটি টুইট করে লেখা হয়েছে,”১১৯টি আসন জয়ের পরে, টিভিতে ১০৯টি আসন প্রদর্শিত হচ্ছে। নীতীশ কুমার সমস্ত অফিসারদের ফোন করে তাদের প্রভাবিত করছেন। চূড়ান্ত ফলাফল আসার পর এবং অভিনন্দন জানানোর পর, এখন কর্মকর্তারা হঠাৎ বলছেন যে আপনারা হেরে গেছেন।”

 

Related Articles

Back to top button
error: