টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ছয় বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠলো আরহাম তালসানিয়া। সে গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। মূলত পাইথন প্রোগামিং ল্যাঙ্গুয়েজে সাফল্য অর্জন করেছে সে।
সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আরহামের দাবি, বাবাই আমাকে কোডিং শিখিয়েছে। দু বছর বয়স থেকেই ট্যাব ব্যবহার করা শুরু করার পরেই তিন বছর বয়সে জানতে পারি বাবা পাইথন প্রোগামিং নিয়ে কাজ করছে। বাবাই আমার অনুপ্রেরণা। সে আরো জানায়, পাইথনের সার্টিফিকেট যখন পেলাম ছোট ছোট গেম বানানো শুরু করি। গিনেস সংস্থা থেকে আমার কাজের নমুনা চেয়ে পাঠানো হয়। কয়েক মাস পর তারা জানায় গিনেস রেকর্ডের জন্য নির্বাচিত হয়েছি। আজ আমি অত্যন্ত আনন্দিত।