কৌশিক সালুই, টিডিএন বাংলা বীরভূম: ফের ভুয়ো চিকিৎসকের হদিশ। এবার বীরভূমের সিউড়িতে সে চিকিৎসকের খোঁজ পাওয়া গেল। এক রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর সদস্যরা মঙ্গলবার তার চেম্বারে হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে। চিকিৎসকের কাছে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক আগে এক রোগী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর কাছে অভিযোগ জানান। আব্দুলকাবীর মল্লিক নামে এক চিকিৎসকের কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার পরেও তাঁদের শারীরিক অবস্থার কোন উন্নতি হচ্ছে না। তাই রোগীর সন্দেহ হয় যে তাঁরা ওই চিকিৎসক ভুয়ো। তারপরেই ওই রোগী আইএমএ এর কাছে অভিযোগ জানান। এরপরেই এদিন সকালে আইএমএ এর পক্ষ থেকে চিকিৎসক দেবাশিস দেবাংশি, অরণ্য দত্ত এবং প্রসুন দাস। তাঁরা আব্দুলকাবীর মল্লিককে জিজ্ঞেসা করেন তিনি কোথায় থেকে এমবিবিএস করেছেন এবং তিনি কেন তাঁর প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নম্বর দেন নি? এই প্রশ্ন করতেই চিকিৎসক নিজের অন্যায় কবুল করে নেন। তারপরেই তাঁর কাছে থেকে মুচলেকা নেওয়া হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসা দলের সদস্য চিকিৎসক দেবাশীষ দেবংসি বলেন,” আমাদের কাছে অভিযোগ আসতেই আমরা বিষয়টি তদন্ত শুরু করি। তাতেই এই ভূয়ো চিকিৎসকের বিষয়টি খোলাসা হয়। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে”।