গুণীজন সংবর্ধনা ও বুক ডে উদযাপন নূর জাহানারা স্মৃতি হাইমাদ্রাসায়

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: গুণীজন সংবর্ধনা ও বুক ডে উদযাপন আয়োজিত হলো ফরাক্কার নূর জাহানারা স্মৃতি হাইমাদ্রাসায়। শনিবার বুক-ডে উপলক্ষে ফরাক্কার বিডিও, আইসি সহ মহেশপুরের গুণীশিক্ষক ও মাদ্রাসার কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্ৰধান করা হয় মাদ্রাসার পক্ষ থেকে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমপি আবুল হাসনাত খান, ফরাক্কা থানার আইসি জয়দেব ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমানারা খাতুন, পঞ্চায়েত প্রধান রফিকুল শেখ, প্রাক্তন বিধায়ক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।