নিয়মবহির্ভূতভাবে ভক্তদের সঙ্গে দেখা করছেন গুরমিত রামরহিম, শাস্তির মুখে হরিয়ানার ডিএসপি

টিডিএন বাংলা ডেস্ক : ধর্ষণ ও খুনের অভিযোগে শ্রীঘরে ঠাঁই হয়েছে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের। মাঝে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভর্তি করা হয় এইমসে। কিন্তু সেখানে তার সঙ্গে বেআইনিভাবে দেখা করেন চার ভক্ত। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় শোরগোল। ডেরা প্রধানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিএসপি শমসের সিং। ঘটনার দায়ে সাসপেন্ড করা হয় তাকে।

এর আগে স্বঘোষিত ধর্মগুরুকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হরিয়ানার কারামন্ত্রী রঞ্জিত সিং চৌতালা বলেন, গুরমিত সিং হাসপাতলে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।আপদকালীন পরিস্থিতিতে বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাকে আইনি পথেই মুক্তি দেওয়া হয়েছিল। পুলিশ পাহারায় হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসেছেন।

উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট সিবিআই কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিতর্কিত গডম্যান। ওই সময় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়। স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এরপরও ভক্তরা যেভাবে গুরমিতের জন্মদিন পালন করে, তাতে চমকে যায় অনেকেই।