পার্টি গড়েই ৯২ দিনের মাথায় দার্জিলিং দখল হামরো পার্টির!

টিডিএন বাংলা ডেস্ক : তবে পাহাড়ে কি নতুন সূর্যোদয় হচ্ছে। সম্পূর্ণ নতুন একটি শক্তির জয়জয়কারে শুরু হয়েছে জল্পনা। মাত্র মাস তিনেক আগে নতুন পার্টি গড়েই ৯২ দিনের মাথায় দার্জিলিং দখল করলো হামরো পার্টি! জন্ম নেওয়ার মাত্র ৯২ দিনের মাথায় হামরো পার্টির এই জয়জয়কার সারা ফেলে দিয়েছে দার্জিলিং তথা রাজ্যে। বুধবার সকালে দার্জিলিং পুরসভা ভোটের গণনা শুরু হতেই দেখা যায় একের পর এক ওয়ার্ডে এগিয়ে যাচ্ছে নবাগত হামরো পার্টি। মোট ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয় পেয়ে পাহাড়ি পুরসভার দখল নিতে চলেছে অজয় এডওয়ার্ডের দল। তৃণমূল পুরসভায় প্রার্থী দিয়েছিল ১০টি ওয়ার্ডে। বিজেপি ৯টি এবং সিপিএম ২টি আসনে প্রার্থী দেয়। ৩২টি ওয়ার্ডে লড়াই করে বিজেপি এবং তৃণমূলকে অনেকটা পিছনে ফেলে দিল নতুন এই দল।

অজয়ের দলের এই অকল্পনীয় জয়ে পাহাড়ে নতুন কিছু প্রশ্ন তুলে দিল। পাহাড় কি তাহলে নতুন শক্তির উদয় দেখবে? কিছু দিন আগেই তৃণমূলের হাত ধরা বিমল গুরুং কিংবা নতুন দল বানানো অনীতা থাপাদের অস্তিত্বও কি তবে বিপন্ন হতে চলেছে? পাহাড়ের রাজনীতিতে কি তবে বিমল গুরুং, বিনয় তামাং, অনীত থাপারদের মত হেভিওয়েটরা অতীত হতে চলেছেন?

দার্জিলিং পুরসভা এবার লড়াই ছিল গোর্খা জনমুক্ত মোর্চা, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জিএনএলএফের সঙ্গে। প্রার্থী দিয়েছিল তৃণমূলও। লড়াইয়ে ছিল বিজেপি। কিন্তু সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেল এডওয়ার্ডের দল। ২০২১ সালের ২৫ নভেম্বর। জন্ম হয় হামরো পার্টির। পাহাড়ের রাজনীতিতে নতুন সংযোজন নিয়ে আসে বিখ্যাত গ্লেনারিস রেস্তরাঁর কর্তা অজয়। ফল ঘোষণার ঠিক ৯২ দিন আগে মিরিকে জন্ম নেওয়া দল যে এমন সাফল্য দেখাবে, তা হয়তো ভাবতেও পারেনি শৈলশহর। হামরো প্রধান অজয় শৈলশহরে গ্লেনারিজ রেস্তোরাঁর কর্তা হিসেবে অবশ্য যথেষ্ট পরিচিত মুখ। আগে থেকেই তিনি রাজনীতি করতেন। এক সময় জিএনএলএফ-এর দার্জিলিং শাখার সভাপতিও ছিলেন। জানা যায়, মন ঘিসিং-এর সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় অজয় দল ছেড়ে দেন। তারপরে গত নভেম্বরে নিজের দল ঘোষণা। আর মার্চে পুরসভা দখল।