নিখুঁত হামলার লক্ষে ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকা থেকে আমজনতাকে দূরে থাকার আহ্বান রাশিয়ার

টিডিএন বাংলা ডেস্ক : নিখুঁত হামলার লক্ষে এবং বেসামরিক মানুষের হতাহত এড়াতে ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকা থেকে আমজনতাকে দূরে থাকার আহ্বান জানালো রাশিয়া। জানা গিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস এবং ৭২তম তথ্য ও মনস্তাত্ত্বিক অভিযান কেন্দ্রকে রাশিয়ান সেনা বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা নস্যাৎ করার জন্য রাশিয়ার বাহিনী এই দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আমরা রাশিয়ার বিরুদ্ধে উসকানিতে জড়িত থাকা ইউক্রেনের সমস্ত নাগরিকের এবং কিয়েভের বাসিন্দাদেরকে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর এলাকা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য যে, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যাবস্থা। একের পর এক শহরের পতন হচ্ছে রুশ বাহিনীর কাছে। এমতাবস্থায় রাশিয়ার কাছ থেকে এই সতর্ক বার্তা এল। যদিও ইউক্রেনের সেনা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষার যুদ্ধে লড়াই করে যাচ্ছেন ইউক্রেনের আমজনতা। তবে রাশিয়ার উন্নত সামরিক বাহিনীর কাছে এই প্রতিরোধ কতক্ষণ স্থায়ী হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।