HighlightNewsদেশ

বিলকিস ধর্ষণ মামলায় আজ দোষীদের মুক্তির বিরুদ্ধে শুনানি

টিডিএন বাংলা ডেস্ক: বিলকিস বানো মামলায় ১১ আসামিকে সময়ের আগে মুক্তি দেওয়ার গুজরাট সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে শুনানি হবে। উল্লেখ্য, দু’দিন আগে, শনিবার, মামলার অন্যতম দোষী, শৈলেশ চিমনলাল ভাটকে হর ঘর জল যোজনা সম্পর্কিত অনুষ্ঠানে বিজেপি সাংসদ যশবন্ত সিং ভাভোর এবং বিধায়ক শৈলেশ ভাভোরের সাথে একই মঞ্চে দেখা যায়।

আজ বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে বিচারক বেলা মাধুর্য ত্রিবেদী মামলার শুনানিকারী বেঞ্চ থেকে তার নাম আলাদা করেছিলেন। এই কারণে শুনানি স্থগিত করা হয়। বিচারপতি বেলা ত্রিবেদী নভেম্বরেও বানোর রিভিউ পিটিশনের শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করেছিলেন।

প্রসঙ্গত, ১৫ আগস্ট বিলকিস বানো ধর্ষণের মামলায় সময়ের আগে মুক্তি পাওয়া দোষীদের মুক্তি দেওয়ার গুজরাট সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবী শোভা গুপ্তা একটি নতুন বেঞ্চ গঠনের জন্য সুপ্রিম কোর্টে একাধিকবার আবেদন করেন। নতুন বেঞ্চ গঠনের জন্য বারবার আবেদন করায় প্রধান বিচারপতি ক্ষুব্ধ হন। তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে কোনো শুনানি হবে না, মাথা ঘামাবেন না। এরপর ২২ মার্চ আদালত জানায়, নতুন বেঞ্চ শুনানির জন্য প্রস্তুত।

Related Articles

Back to top button
error: