HighlightNewsদেশ

সংসদ শুরু হওয়ার সাথে সাথেই স্থগিত, কালো পোশাক পরে সংসদে উপস্থিত কংগ্রেসীরা

টিডিএন বাংলা ডেস্ক: সংসদের উভয় কক্ষের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই মুলতবি করা হয়েছে। আদানি ও রাহুলের অযোগ্যতার মামলায় বিরোধীদের হট্টগোলের কারণে রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত এবং লোকসভা বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। সংসদে রাহুলকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে আজ কালো পোশাক পরে সংসদে পৌঁছেছেন কংগ্রেস সাংসদরা।

সংসদ অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদে তাঁর চেম্বারে বিরোধী দলগুলির নেতাদের একটি বৈঠক করেন। কংগ্রেস, ডিএমকে, এসপি, জেডিইউ, বিআরএস, সিপিএম, আরজেডি, এনসিপি, সিপিআই, এএপি এবং টিএমসি সহ ১৭টি দল বৈঠকে অংশগ্রহণ করেছিল। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছিল বিস্ময়কর। এ প্রসঙ্গে খড়গে বলেন, গণতন্ত্র রক্ষায় যারা এগিয়ে আসবে আমরা তাদের স্বাগত জানাব।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেন, গণতন্ত্রের জন্য ‘কালো অধ্যায়’! প্রথমবারের মতো সংসদ অচল করে দিচ্ছে ক্ষমতাসীন দল। কেন? কারণ মোদীজির পরম বন্ধুর কালো কাজগুলো ফাঁস হয়ে যাচ্ছে! ঐক্যবদ্ধ বিরোধীরা জেপিসির দাবিতে অটল থাকবে।

Related Articles

Back to top button
error: