HighlightNewsদেশ

সুপ্রিম কোর্টে হিজাব মামলার শুনানি শেষ, রায় সংরক্ষিত

টিডিএন বাংলা ডেস্ক: হিজাব মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দশম দিনের শুনানি হয়। এদিন শুনানি শেষে হিজাব নিষিদ্ধের বিষয়ে রায় সংরক্ষণ করেছে আদালত। কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানি টানা ১০ দিন ধরে চলেছে। বৃহস্পতিবারও, বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ কর্ণাটক সরকার এবং মুসলিম পক্ষের যুক্তি শোনার পর জানিয়েছে, আমরা আপনাদের সকলের কথা শুনেছি। এবার, আমাদের হোমটাস্ক শুরু।

শুনানির প্রথম ৬ দিন মুসলিম পক্ষের যুক্তি-তর্কের পর কর্ণাটক সরকার তাদের পক্ষ পেশ করে। যেখানে হিন্দু, শিখ, খ্রিস্টান প্রতীক পরার মতো হিজাবেরও অনুমতি দেওয়ার দাবি করা হয়।
দশম দিনের শুনানির সময়, সলিসিটর জেনারেল তুষার মেহতা, কর্ণাটক সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি, অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজা, অ্যাডভোকেট আর ভেঙ্কটারমানি যুক্তি পেশ করেন। বৃহস্পতিবার সিনিয়র অ্যাডভোকেট আহমাদি যুক্তি দেন যে হিজাব পরা মেয়েদের পরিসংখ্যান শতাংশের হারে কম হতে পারে, কিন্তু এই ধরনের শৃঙ্খলা আরোপ করে আপনার লাভ কী?

হিন্দু প্রতীকের উদাহরণ দিয়ে অ্যাডভোকেট কামাত বলেন, ধরুন আমি আমার পকেটে কৃষ্ণের ছবি রাখি। আর রাজ্য বলছে আপনি রাখতে পারবেন না। যখন আমি এটিকে চ্যালেঞ্জ করি, আদালতের এটা জিজ্ঞাসা করা উচিত যে কেন নিষেধাজ্ঞা রয়েছে এবং আমার কি ছবি রাখার অধিকার নেই?

Related Articles

Back to top button
error: