HighlightNewsদেশ

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাতে, জলমগ্ন রাস্তাঘাট-রেললাইন, মৃত্যু কমপক্ষে ৭ জনের

টিডিএন বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের পশ্চিম উপকূলে। হড়পা বান ও বন্যায় বিপর্যস্ত একাধিক রাজ্য। এবার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাতে। জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট, রেললাইন। গত এক দিনে কমপক্ষে ৭ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের অধিকাংশ নদী ও জলাধার। এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

প্রশাসন সূত্রে খবর, অম্বিকা, নর্মদা নদীও উপচে পড়ছে। কার্জন ড্যামের ন’টি গেটই খুলে দেওয়া হয়েছে। প্রায় ২ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে সেখান থেকে। গুজরাতের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, ২৪ ঘন্টায় বৃষ্টি জনিত দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আর বিগত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া বৃষ্টিতে এখনও পর্যন্ত মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতকে সব ধরনের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। নভসারী, গির সোমনাথ, সুরত, রাজকোট, বনসকাঁঠা, বলসাড়, ভাবনগর, কচ্ছ, জামনগর, অমরেলী, দ্বারিকা এবং জুনাগড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৩টি দল মোতায়েন রয়েছে। সেই কাজে সাহায্য করছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীও।

Related Articles

Back to top button
error: