HighlightNewsআন্তর্জাতিক

শ্রীলঙ্কায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তড়িঘড়ি ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা স্পিকারের

টিডিএন বাংলা ডেস্ক: শ্রীলঙ্কায় দীর্ঘ কয়েক মাস ধরে চলা সরকার বিরোধী গণআন্দোলনের জেরে অবশেষে আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দিলেন স্পিকার। কিছু দিন পূর্বেই গণ বিক্ষোভে বাধ্য হয়ে পদত্যাগ করেন দেশটির প্রধান মন্ত্রী। কিন্তু তার পরেও থামেনি আন্দোলন। আন্দোলনকারীদের দাবি ছিল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সহ পুরো সরকারের পদত্যাগ। অবশেষে বিক্ষুদ্ধ জনতা দখল নেয় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বাসভবন। গণরোষে বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। এরপরই চাপে পড়ে পদত্যাগের কথা বলেন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। যদিও এখনও পর্যন্ত তারা পদত্যাগ করেননি। কিন্তু এরই মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করা হল।

প্রসঙ্গত, ইতিহাসের সব থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। দেশ জুড়ে দিনের অর্ধেক সময় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পেট্রল পাম্পে তেল নেই, রান্নার গ্যাস নেই। তুমুল মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বাজারে ঋণের পরিমাণ বিপুল- তা শোধ দেওয়ার সংস্থান নেই। যে কারণে সাধারণ জনগণ ব্যাপক বিক্ষোভ শুরু করে।

Related Articles

Back to top button
error: