রাজ্য

পুজোর মন্ডপে গাঁজার আসরের প্রতিবাদ করতে গিয়ে হেনস্তার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: পুজোর মন্ডপে গাঁজা খাওয়ার আসরের প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিকারীদের হাতে প্রহৃত হয়ে হেনস্তা হতে হল পুজো কমিটির সদস্য ও এলাকার মহিলাদের । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালিসাঁড়া পাড়ায় । বুধবার সন্ধ্যায় কালিসাঁড়া আমতলা নাগরিক কমিটির দুর্গা মূর্তি বিসর্জন হয় । এরপর মণ্ডপ ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুজো মণ্ডপের ভিতরে বসে গাঁজা ও জুয়ার ঠেক বসিয়ে ছিল এলাকার কয়েকজন দুষ্কৃতকারী। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন পুজো কমিটির এক সদস্য । তাকে ধারাল অস্ত্র গলায় চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ ।তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মহিলারা । মহিলারা বাধা দিতে গেলে তাদেরকে মারধোর করে ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার সময় মহিলাদের গায়ে নিষিদ্ধ বোমা ছুড়ে দেয় দুষকৃতকারীরা ।ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুজো কমিটির সভাপতি ।

Related Articles

Back to top button
error: