রাজ্য

বাংলার আইনশৃঙ্খলা নিয়ে ফের অমিত শাহের কাছে নালিশ ধনকরের, পাল্টা দিলো তৃণমূল

টিডিএন বাংলা ডেস্ক: বাংলার আইনশৃঙ্খলা নিয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে ধনকর বলেন, ‘বাংলার পরিস্থিতি ভয়ংকর। সর্বভারতীয় মিডিয়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে জানা প্রয়োজন। আমলারা সব রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন। এই পরিস্থিতিতে বাংলার সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে আমি সন্দিহান। রাজ্যে আল-কায়দার জঙ্গিরা ধরা পড়ছে, অবাধে বোমা তৈরির কারখানার রমরমা কারবার চলছে।’ অন্যদিকে রাজ্যপালের অভিযোগের পরেই পাল্টা জবাব দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন,
‘রাজ্যপাল যদি প্রতিদিন এভাবে কথা বলেন তাহলে তাঁর রাজনৈতিক নেতা হতে বাধা কোথায়? উনি পুলিশকে বলছেন পুলিশ রাজনীতি করে উনি নিজে কি রাজনীতির বাইরে আছেন? রাজ্যপাল বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার আগে একটু উত্তরপ্রদেশ এর দিকে তাকান।’

Related Articles

Back to top button
error: