HighlightNewsদেশ

ভোটের প্রচারে “উস্কানিমূলক মন্তব্য” , তৃণমূলের দায়ের করা মামলায় মিঠুন চক্রবর্তীকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিলো হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: ২০২১ বিধানসভা নির্বাচনের ভোটের প্রচারে মিঠুন চক্রবর্তী “উস্কানিমূলক মন্তব্য” করেছেন প্ররোচনা দিয়েছেন হিংসায়।মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মানিকতলা থানায় মামলা দায়ের করেছিল তৃণমূল। তৃণমূলের দায়ের করা ওই মামলা খারিজ করার আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মিঠুন চক্রবর্তী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মিঠুন চক্রবর্তীকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে পুলিশকে সহযোগিতা করার জন্য সশরীরে হাজির হওয়ার কোন প্রয়োজন নেই। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা।

তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করার জন্য যে আবেদন মিঠুন চক্রবর্তী করেছিলেন সেখানে তিনি বলেন, ভোটের প্রচারের সময় তিনি যা যা বলেছিলেন সেগুলো সবই সিনেমার সংলাপমাত্র। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তিনি সে ব্যাপারে কোনো ভাবেই সম্পর্কিত নন।

 

Related Articles

Back to top button
error: