HighlightNewsরাজ্য

“মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”,মুকুল-শুভ্রাংশু প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের মন্তব্যের পুনরাবৃত্তি করলেন তথাগত রায়

টিডিএন বাংলা ডেস্ক: আজই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। একইসঙ্গে প্রত্যাবর্তন করছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। ইতিমধ্যেই পুত্র শুভ্রাংশুকে নিয়ে নিজের সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল ভবনে এসে পৌঁছেছেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মুকুল রায় কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ভবনে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাংবাদিক বৈঠক। তবে এদিন সকাল থেকেই মুকুল রায়ের প্রত্যাবর্তন ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন ধরিয়ে ফের তৃণমূলের ফিরতে চলেছেন মুকুল রায়। তাঁরএই প্রত্যাবর্তনকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির নেতারা। বিজেপির “বিক্ষুব্ধ নেতা” হিসেবে পরিচিত তথাগত রায় এদিন সকালে নিজের ফেসবুক পেজে এ প্রসঙ্গে লেখেন,”তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।”

https://m.facebook.com/story.php?story_fbid=10158635721909794&id=772269793

Related Articles

Back to top button
error: