HighlightNewsরাজ্য

বিশ্বভারতীর ছাত্রাবাস খুলে দেওয়ার নির্দেশ হাই কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : দীর্ঘ বিক্ষোভ-আন্দোলনের পর অবশেষে বিশ্বভারতীর ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে। কারণ হাই কোর্ট বিশ্বভারতীর ছাত্রাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ছাত্রাবাস খোলার দাবিতে গত কয়েকদিন ধরে তুমুল বিক্ষোভ হয়েছে বিশ্বভারতীতে। দ্রুত হোস্টেল খোলার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাই কোর্ট বিশ্বভারতীর বন্ধ ছাত্রাবাস খুলে হস্টেল সচল করতে বলেছে।

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ঘর খোলার সময় উপস্থিত থাকবেন বিশ্বভারতীর প্রশাসক কমিটির সদস্যরা। পাশাপাশি থাকবেন পড়ুয়াদের দুই প্রতিনিধি এবং দু’জন কনস্টেবল। যে সমস্ত পড়ুয়ার আগে পরীক্ষা রয়েছে তাঁদের আগে ঘর বরাদ্দ করতে বলেছেন বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। এর জেরে তাঁদের দীর্ঘদিনের দাবিদাওয়া আংশিক মান্যতা পেল বলে মনে করছেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল আদালত। এদিন শুনানিতে সেই রিপোর্ট জমা দিয়ে ভার্চুয়াল মাধ্যমে এজলাসে হাজির হয়েছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি আদালতকে জানান, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও বহিরাগত নেই। পরিচয়পত্র যাচাই করে পড়ুয়াদেরই কেবল ঢুকতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনও বিশৃঙ্খলা নেই।

উল্লেখ্য যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও, খোলা হয়নি ক্যাম্পাসের হস্টেলের দরজা। ফলে অনেককেই বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে। ফলে বাইরে থেকে আসা পড়ুয়ারা ক্লাস করতে পারছেন না। এরই প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা মিছিল করে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে গিয়ে গেট ভেঙে ঢুকে পড়েন ভিতরে। এরপর উপাচার্যের দফতরে গিয়ে রেজিস্টারকে দীর্ঘসময় ঘেরাও করে রাখেন।

Related Articles

Back to top button
error: