HighlightNewsরাজ্য

বিচারব্যবস্থাকে আক্রমণ করে মন্তব্য করায় অভিষেকের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলার আবেদন হাইকোর্টে

টিডিএন বাংলা ডেস্ক:‌ ‌হলদিয়ার একটি জনসভায় এসে বিচারব্যবস্থাকে আক্রমণ করে মন্তব্য করায় তৃণমূল সাংসদ তথা কেন্দ্রীয় সাধারাণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে স্বতোঃপ্রণোদিত মামলার আবেদন করে দায়ের হল মামলা। সোমবার সকালে আইনজীবী কৌস্তভ বাগচী ও ওপর এক আইনজীবী অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলা করার জন্য আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে বিচারপতি ওই আইনজীবীদের মামলা দাখিল করার নির্দেশ দেন।

উল্লেখ্য এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।’
রবিবার স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়ে অভিষেকের সমালোচনা করেন।

Related Articles

Back to top button
error: