HighlightNewsদেশ

“যারা আমাদের অপছন্দ করেন তাঁরা পাকিস্তানে চলে যেতে পারেন”, মন্তব্য ভারতের মুসলিম ধর্মগুরুদের বৃহত্তম সংগঠনের

টিডিএন বাংলা ডেস্কঃ “যারা আমাদের অপছন্দ করেন তাঁরা পাকিস্তানে চলে যেতে পারেন”। রবিবার ভারতের মুসলিম ধর্মগুরুদের বৃহত্তম সংগঠনের তরফ থেকে এমনই মন্তব্য করা হয়েছে। দেওবন্দে আয়োজিত দু’দিনের একটি কনভেনশনে সংগঠনের তরফে বলা হয়েছে,”এই দেশ আমাদের” এবং “যারা আমাদের অপছন্দ করে তারা পাকিস্তানে যেতে স্বাধীন”। প্রসঙ্গত, কয়েকদিন আগেই জমিয়ত উলেমা-ই-হিন্দ, মুসলিমদের “আগুন দিয়ে আগুনের সাথে লড়াই না করে” বরং “ভালোবাসা দিয়ে ঘৃণাকে পরাজিত করার” আহ্বান জানিয়েছিল। পাশাপাশি এও জোর দিয়ে জানিয়েছিল যে সম্প্রদায় কোনও অভিন্ন নাগরিক আইন মেনে নেবে না এবং সাংবিধানিকভাবে এর বিরোধিতা করবে।

উত্তরপ্রদেশের দেওবন্দে দু’দিনের কনভেনশনের শেষে জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বলেন, “এ দেশ আমাদের এবং আমরা একে ধর্মান্ধদের হাত থেকে রক্ষা করব। আমাদের ধর্ম, আমাদের পোশাক এবং আমাদের রীতিনীতি নিয়ে যাদের সমস্যা আছে তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।” তিনি আরও বলেন, “আমরা এখানেই থাকব কারণ আমরা আমাদের জমিকে ভালোবাসি। আমরা পাকিস্তানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম (দেশভাগের সময়) কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের দেশ ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যারা আমাদের অপছন্দ করেন তারা পাকিস্তানে যেতে পারেন।”

উল্লেখ্য, দেওবন্দে আয়োজিত ওই অনুষ্ঠানে “সাম্প্রদায়িক” সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যত অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করতে সারা দেশ থেকে প্রায় ৫ হাজার জনেরও বেশি আলেম উপস্থিত হয়েছিলেন। মাদানি ওই কনভেনশনে বক্তৃতা দিতে গিয়ে আরও বলেন,”যারা আমাদের উপর তাদের দেশবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের জানা দরকার যে তারা আমাদের ওই সিদ্ধান্তগুলি মেনে নিতে বাধ্য করতে পারবে না”। মাদানি আরও বলেন, “বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকার সম্পর্কিত মুসলিম ব্যক্তিগত আইনটি আমাদের সম্প্রদায়ের দ্বারা বহু শতাব্দী আগে প্রণয়ন করা হয়েছিল এবং অন্যান্য সম্প্রদায়ের ইচ্ছা এটির উপর চাপিয়ে দেওয়া যায় না। একটি অভিন্ন নাগরিক আইন ভারতের সংবিধানের চেতনারও বিরুদ্ধে।”

Related Articles

Back to top button
error: