নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বীরভূমের মল্লারপুর থানার লকআপে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রবিবার বোলপুরে সার্কিট হাউসে জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী দীর্ঘক্ষন বৈঠক করেন। বৈঠক শেষে পুলিশ সুপার জানান নাবালকের ময়নাতদন্ত হয়েছে, বাকি সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মহিলা চেয়ারপার্সন জানান বীরভূম জেলা প্রশাসনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে থানায় লকআপে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।