রাজ্য

বাংলার যুবকদের জন্য মদ-লটারি-জুয়া থাকলেও শিল্প-কারখানা-চাকরি- স্বাস্থ্য পরিষেবা নেই, তোপ অধীর চৌধুরীর

টিডিএন বাংলা ডেস্ক: বাংলার যুবকদের জন্য মদ-লটারি-জুয়া থাকলেও শিল্প-কারখানা-চাকরি- স্বাস্থ্য পরিষেবা নেই। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে তীব্র তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফেসবুকে তিনি লিখেছেন, “বাংলার খবরের কাগজে প্রথম পাতায় ‘দিদি’ সুবিধে করে দিতে চলেছেন সূরা প্রেমিক দের। পাউচ্ ভর্তি মদ পাওয়া যাবে, সস্তা ও পুষ্টিকর মদ, দামে সস্তা, খেতে সস্তা। চোলাই বিক্রি করে যাদের চলে সেখানেও ‘দিদি’র থাবা, সস্তার চোলাই যারা খাবে, সেখানে ‘দিদি’র হানা। কারণ ‘দিদি’র রোজগার চাই, রাজস্ব চাই, মদ বিক্রির ওপর সরকারের একচেটিয়া অধিকার চাই, কোনো ভাগ কেউ পাবে না, বাংলার যুবকদের জন্য ঢালাও মদ আছে, প্রতিদিন লটারি নামক জুয়া আছে। কিন্তু শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষার পরিকাঠামো নেই, খুন আছে, ধর্ষণ আছে, কাটমানি খাওয়ার ব্যবস্থা আছে, রাজ্য জুড়ে দুর্নীতি আছে , আর আমাদের বাংলা ক্রমশ অথৈ জলে তলিয়ে যাচ্ছে।”

Related Articles

Back to top button
error: