HighlightNewsরাজ্য

দাবি দাওয়া জানাতে এসে গ্রেফতার উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ ২০ বছর ধরে বেতন বৃদ্ধি না হওয়া, রিটায়ার শিক্ষক-শিক্ষিকাদের গ্র্যাচুইটির পাওনা টাকা না দেওয়া, ইপিএফ সংক্রান্ত সরকারি নির্দেশিকা গত ৩ বছরে কার্যকর না হওয়া, ন্যূনতম পে স্কেল চালু করার দাবি সহ একাধিক দাবি সম্বলিত ডেপুটেশন জমা দিতে বুধবার শিক্ষা দফতরে যায় উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশবাহিনী সেই শিক্ষক-শিক্ষিকাদের গ্রেফতার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই ঘটনায় পুলিশের এই ভূমিকার কড়া নিন্দা জানিয়েছেন উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা।

অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁদের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কোনও অনুমতিপত্র ছিল না৷ তাছাড়া ওই এলাকায় ১৪৪ ধারা লাগু ছিল বলে দাবি পুলিশের৷ আর সেই কারণেই তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ। যদিও ওই শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, প্রতিবারই ১৪৪ ধারা লাগু রয়েছে বলে তাঁদের আন্দোলন আটকে দেওয়া হচ্ছে৷ তাদের আরও অভিযোগ, শিক্ষা দফতর তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। দীর্ঘ ৩ বছর আগে ইপিএফ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার, কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি৷ যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা রিটায়ার হয়েছেন তারা পাঁচ বছর ধরে তাঁদের গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না৷ ২০ বছর ধরে তারা ১৩,৫০০ টাকা বেতনে কাজ করে যাচ্ছেন। অথচ এতদিনেও এই মূল্যবৃদ্ধির বাজারেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তারা দাবি করেছেন, তিন বছর ধরে তাদের ফাইল আটকে আছে৷ এমনকি মুখ্যমন্ত্রী সেই ফাইল বের করে দিতে বললেও ২০১৮ সাল থেকেই সেগুলি আটকে রয়েছে৷’’

Related Articles

Back to top button
error: